Site icon আলাপী মন

অপরাধী

অপরাধী
-শ্ৰী ভট্টাচার্য্য দে

 

 

দুপুর সাড়ে বারোটায় হাজিরা।
সমন এসেছে উঁচু তলার আদালতে।
কৃত সব ভুলের নির্ভুল খতিয়ান!
অপরাধী নিশ্চুপে দাঁড়িয়ে কাঠগড়ায়।

শীর্ণ দেহ, প্রত্যয়ী দুটো চোখ কথা বলে,
চিৎকার করে, আর্তনাদ করে!
বিচারালয়ে নিস্তব্ধতা,
মৃত্যুর পরোয়ানা হাতে স্বয়ং যমদূত।
অপরাধ খুনের।
হত্যা করা হয়েছে একটা স্বপ্নের।

একটা মন স্বপ্ন দেখেছিল-
মাঝ আকাশে ডানা মেলে উড়বে।
কিন্তু অন্ধ গলির কিছু দুর্গন্ধময় বিষাক্ত কীট
আকাশে নীল মেঘ উড়িয়ে দিয়েছিল।
ওড়া আর হয়ে ওঠেনি।
ক্লান্ত ডানা দুটো ঝাপটে
দপ করে নিবে গেছিল বিষাক্ত কীটগুলো
সাথে স্বপ্নীল মনটাও।
না কোন মৃতদেহ জমা পড়েনি লাশকাটা ঘরটায়।

কাঠগড়ায় দাঁড়ানো দু পেয়েটি ভাবে,
মৃত্যু হবে কার?

Exit mobile version