Site icon আলাপী মন

বিশ্ব-পথিক

বিশ্ব-পথিক
-আব্দুল লতিফ মন্ডল

 

 

ফাগুন-মাখা সন্ধ্যায়,
ভাবি,ধরে রাখব তোমায়।
বোকা মনের বোকামি,
বসে বসে, খড়ির ঢেউ গুণি।
নৌকা-নৌকা ভাবনায়,
রাত্রি নামে, বিপরীত ডাঙায়।
বাঁশির শব্দ মেশাও তুমি,
ঝিঁঝির কলতানে।
চাঁদের হাসি লাগছে গায়ে,
অমাবস্যার মেঘ চাদর ঢাকে।
চিরকালীন বাউল তুমি,
তোমার খোঁজে, এই আমি।
বিশ্ব-পথিক,তোমায় পাবো,
বলে দাও, ঠিক কি উপায়ে ?

Exit mobile version