মন
-সোহিনী সামন্ত
মনের খাঁজে খাঁজে কয়লা জমাট খাদ ….
খাদের পরিসীমা মন গহ্বরে হীরের আশায় শুধুই ব্যাকুল হয়…।
তবে হীরে অমূল্য , তার খোঁজে খালি কান্নার ঢেউ ওঠে …
সৃষ্টিশীলতার ব্যাপ্তি ঘটে আনাচে কানাচে ..,.তবে মন চুরির
দায় আজ বিচারের খাতায় অচিরেই বন্ধ হয়েছে…।
কিলবিলে চিন্তায় … প্রবাসীর গন্ধ বন্ধ দরজা ভেদ করে…
খালি বাকি পরে থাকে মন খাঁচার পাখিটি …
ভাবনায় ডুবে যায় অসীম নীলচে জ্ঞানী সমুদ্রের সীমানায় …
অন্তিম চেতনায় ……।।