রাষ্ট্রকর্তা ধৃতরাষ্ট্র
-মানিক দাক্ষিত
রাষ্ট্রকর্তা ধৃতরাষ্ট্র অজ্ঞান অন্ধ।
প্রবৃত্তিমূলক শতপুত্র
উন্মাদনায় উন্মত্ত বিনাশের অপেক্ষায়
দিব্যদৃষ্টি পঞ্চজ্ঞানী জনে।
রাগ-দ্বেষ ধৃতরাষ্ট্রের ছত্রছায়ায়
বৃদ্ধি পায় কংসের অট্টহাসিতে।
সত্ত্বা ঢাকা ধৃতরাষ্ট্র রাষ্ট্রকর্তা
তবু তিনি শাসন পরিচালনায় দক্ষ
শতপুত্রের উন্মত্ত সাধনায়।
নিজস্ব স্বরূপ এখন বিলীন
কেননা, ধৃতরাষ্টের ভূমিকায় চরম সফলতায়
হৃদয় উত্তীর্ণ।
ধৃতরাষ্ট্রের প্রভাবে ক্রমশ:
লোভী মানসিক বৃত্তিগুলি
বেশ সক্রিয় দেহের অস্থিমজ্জায়।