বর্ণন
(A homage to artist Benode Behari Mukherjee)
-সঙ্কর্ষণ
রঙিন কিছু মূহুর্ত… ।
লালমাটির আবিরে নিয়ত হোলি খেলা
সবুজ মাঠের গল্পগুলো,
কবিতা হয়ে যায় কাজলকালো দুই তারায়…
প্যালেটে কাব্যিক ছোপ পড়ে নতুনের,
ভারী প্রিয়, ভারী সুন্দর এই অমরত্ব।
টলটলে কালো জলে সাদা কুয়াশার মতো কিছু বক,
বিষণ্নতার বাঁশীতে সাদাকালো, দুপুরগুলোর
বায়নাতে কিনে আনে শান্তিনিকেতনী সুর…
রঙে রঙে ঘুম ভেঙে যায় জলে ভেজানো তুলিটার।
কোথাও যেন জাগিয়ে তোলে অন্ধত্বের বাইরে
অস্পষ্ট একটা নতুন পৃথিবী,
যা শুধু শিল্পীর, শুধু কবির, শুধু আমার, তোমার সবার… ।
ছবির আড়ালে লুকানো ছন্দের খোঁজ
পাওয়া হয়নি আজও… ।
কাঁপা কাঁপা হাতে বসা রঙিন প্রজাপতিটা
কখনো চেনেনি মনের রঙ, তাই তো…
তাই তো আজও মিশে যায় নতুন কোনো ছবিতে,
নতুন কোনো কবিতায়…
বৃষ্টিভেজা সৃষ্টিতে অমরত্ব চায় আরেকটিবার,
জানতে পারেনা অন্ধকারের শরিক, দুই চোখ।
তুলি কলমের লড়াইতে জয়ী হন শিল্পী।
তবে হারে কে?
কেন? … আমরা।