কবিতা

বোবা কলতান

বোবা কলতান
-শর্মিষ্ঠা শেঠ

 

 

হৃদয়ের ভাষা তুমি?
শুনতে কি পাও নৈশব্দের মাঝে শব্দের কলতান?
এই সকরুণ চোখের ভাষা বুঝতে চাওনি কখনো
একবার রাখ চোখ আমার এই দুচোখে…
দেখবে হাজার তারায় সাজানো স্বপ্নিল আকাশ
যেখানে বইছে সফেদ শুভ্র ভালবাসার ঝর্ণাধারা
সুদুরের পানে পেতে রাখ কান
কানে বাজে যে শব্দের ঝংকার
সেতো বহে যাওয়া বাতাসের শব্দ নয়
এ শুধু আমারি দীর্ঘশ্বাস….
মনের কথাটুকু বলতে না পাড়ার কষ্টে
তপ্ত মরুময় বুকে বহে চলা উষ্ণপ্রস্রবণ
জমে আছে হাজারো কথার ফুলঝুরি,
না ফোটা ইচ্ছের কুসুম কলি…
যাহা কেহই দাওনি পাঁপড়ি ছড়ানো ফুল হয়ে ফুটতে।।

Loading

Leave A Comment