Site icon আলাপী মন

সময়

সময়
-প্রীতি মান

 

 

দিন থেকে রাত হয়, রাত থেকে দিন,
সময়ের মায়াজালে কত কী রঙীন।
তখনই সবে শুরু তখনই তো শেষ,
সময় পাল্টে দেয় গোটা পরিবেশ।।

কখনও হাসির খেলা কখনও বা নয়,

একি খেলা খেলে যায় জীবনে সময়।

ইতিহাসে যা যা আছে অক্ষয়,
ভদ্র মানুষ সে যে কী তার পরিচয়॥
ভালো থেকে মন্দ হতে কতক্ষণ,
কিংবা লুকোনো ব্যথা ভালোবাসা মন।
কত কি যে হয় দুনিয়াতে অবিরল,
সময়ই চিনিয়ে দেয় আসল-নকল॥
সময়কে বুঝে নিতে পারবে যে জন,
সময় অসময় জিতবে সে রণ।
যে জন বুঝিতে না পারে তাকে ধিক্ শত ধিক্,
সময়ের চাকা বলে টিক্ টিক্ টিক্ ॥

Loading

FacebookMessengerTwitterWhatsAppEmailMessageShare
Exit mobile version