অণু গল্প

ঈষাণ ও সায়নীর প্রেম

ঈষাণ ও সায়নীর প্রেম
-অজয় চৌবে

 

 

আমার বিয়েতে এলে না কেনো? নিমন্ত্রিত এসেছিলো সবাই শুধু তুমিই যাওনি। আমার খুব রাগ হয়েছিলো ভেবেছিলাম আর কখনও কোনোদিন কথা বলবো না তোমার সাথে। ঈষাণ মুচকি হেসে মুখ ফিরে থাকা সায়নীকে বললো- তবে আজ এলে কেনো? রাগ করেই থাকতে পারতে দূরে। সায়নী এবার ভীষণ রেগে ঈষাণকে বললো- তোমার বাড়িতে এসে তোমার সাথে এভাবে দেখা করার জন্যে তুমি খুশী হওনি? ঈষাণ গম্ভীর মুখে বললো- না আমি খুশী হতে পারিনি কারণ আমি তোমাকে নিজের মতো করে কাছে পেতে চেয়েও কাছে পাইনি। সায়নী নিশ্চুপ। ঈষাণ বললো- আমি তোমার কাছে একবছরের মতো সময় চেয়েছিলাম কিন্তু তোমার ছিলো ভীষণ তাড়া। সায়নী বললো- আমি কিন্তু তোমাকেও বলেছিলাম- চলো পালিয়ে বিয়ে করি কিন্তু তুমি বলেছিলে- চোরের মতো পালিয়ে বিয়ে করবো না। কাজটা পাকাপোক্ত হোক, বোনের বিয়েটা হয়ে যাক তারপর ধুমধাম করে বিয়েটা করবো। ঈষাণ বললো-হুমম বলেছিলাম। সায়নী বললো -বাবা মা মোটা মাইনের ধনী পরিবারের সরকারি জামাইএর খোঁজ করছিলো এবং পেয়েও গেলো। ঈষাণ বললো- তুমিও তখন আমার প্রতি আর ভরসা রাখতে পারলে না? সায়নী বললো- ঠিক তাই কিন্তু বিয়ের একমাস পর আমার মনে হলো- আমি বোধহয় তোমার প্রতি ভীষণ অবিচার করেছি? ঈষাণ বললো- না তুমি মোটেও অবিচার করো নি, কারণ আমিও নিজেকে ভীষণ গুটিয়ে নিয়েছিলাম সেই সময়। বাবা মা জীবিত নেই, বোনটাকে বিয়ে দেওয়ার চাপ আর আমার কাজটাও সেরকম পাকাপোক্ত নয় তাই মনে হয়েছিলো- ঈশ্বর যখন যা করেন হয়তো ভালোই করেন। সায়নীর চোখে জল। ঈষাণ মুচকি হেসে সায়নীর চোখের জল মুছতে মুছতে বললো- পাগলী বিচ্ছেদে কখনও কোনোদিন প্রকৃত প্রেম ঘৃণায় রূপান্তরিত হয়না। আমি হাজার চেষ্টা করেও তোমাকে ঘৃণা করতে পারিনি বরং নিজেকে গোপনে চুপিসারে দোষারোপ করেছি বহুবার। সায়নী বললো- কথা দাও তুমি আমার সাথে যোগাযোগ রাখবে। ঈষাণ বললো- কথা দিলাম তোমার কষ্টের সময় প্রাণপণ চেস্টা করবো পাশে গিয়ে দাঁড়াবার। নিজের অফুরান তোমার প্রতি ভালোবাসা নিংড়ে দিবো তোমাকে হাসিখুশী রাখতে কিন্তু ভুল করেও তোমার সুখের দিনে বারবার ডাকলেও আমাকে তুমি তোমার কাছে পাবে না। সায়নী বললো- সত্যি আমি ভীষণ খুশী এবং মুগ্ধ হলাম,  তুমি এভাবেই নিজের মতো মাথাউঁচু করে জীবনের বাকি পথ হাঁটতে থাকো। আমিও কথা দিলাম তোমায়, আমার হৃদয়পুরে গোপনে চুপিসারে আমার প্রেমিকের আসনে  তুমি শুধু তুমিই থাকবে বিরাজমান চিরদিন। আর কেও না।

Loading

Leave A Comment

You cannot copy content of this page