কবিতা

ভেজাল

ভেজাল
-তোফায়েল আহমেদ

 

 

মানুষের বয়স ও ওজন বাড়ার সাথে সাথে ধীরে-
ধীরে কমে মনের জোর,
কত রোগ বালাই বাসা বাঁধে শরীরে, ভাল্লাগেনা
আর ভেজাল ঔষুধের সুর।

রোগের ঔষুধ, ঘুমের ঔষুধ, নাম অজানা
কত রোগের,
যাতনায় কতনা ভোগে, প্রতিদিন চলে ব্যাথার
মরণ শোকের।

টাকা দিয়ে খাদ্য কিনে সেই খাবারে অসুখের
বসবাস,
জনতারা সব কেন রুখে দাঁড়ায় না? কারা করে
এই মহা সর্বনাশ।

ঔষুধেও ভেজাল তৈরীতে ও না মানা নিয়মের
সুক্ষ্ম চুরি,
তারিখ শেষ, ঔষুধ এখনো ভেজাল জীবনকে
খাওয়ায় তারা ভুরি ভুরি।

কারা করবে এর প্রতিবাদ! কে নিয়ে আসবে
সেবার উপকারের হাত,
গনহত্যা সহ সুস্হ মানুষকে অসুস্থ বানানোর
জন্য ভাঙ্গো তাদের দাঁত।

খাদ্যে ভেজাল,ঔষুধে ভেজাল, মানুষে ও আছে
ভেজাল বেশী,
এই ভেজালে গরিব মরে অনেক, আর দোষীরা
বিক্রি করে খুশি।

জীবন -মৃত্যু এক স্রষ্টার হাতে, সব সৃষ্টিই এটা
করে বিশ্বাস,
বেঁচে থাকা জীবনের বহু কষ্ট, ছাড়ে মৃত্যুর সম
যাতনার দীর্ঘশ্বাস।

এসব খাবারকে শোধরানোর জন্য, নাই কোন কর্তৃকপক্ষের মাথা ব্যাথা,
খাইবিনা কেন! খাইতে হবে, নচেত চলো ভীন্ন
দেশে যথা।

যাদের টাকা নাই , তাই কিছুদিন সুস্হ থাকতে
গ্রামেই যাও।
গ্রামের খাদ্যে ভেজাল কম, তাই শহর ছেড়ে
প্রকৃতির কোল, গ্রামেই পালাও।

Loading

Leave A Comment

You cannot copy content of this page