মহামায়ার আগমনী বারতা

মহামায়ার আগমনী বারতা
-দুলাল সুর

 

 

শুভ্র কাশফুলেতে দোলা লাগায়
সকলের মন আনন্দ ও খুশীতে ভোলায়,
কুমোর পাড়ায় মূর্তি গড়ার চলছে তোড়জোড়
শারদপ্রাতে আসছেন মা দুর্গা সময় যে আর বেশি নয়।

কৈলাস ধাম হতে মা আসবেন বাপের বাড়ি
টানা একটি বছর পরেতে-
সঙ্গে গণেশ, কার্ত্তিক, লক্ষ্মী আর সরস্বতীর সাথে
মহিষাসুর ও পদতলে আসছেন সিংহ’কে ভর করে।

পুজোর চারটি দিন বহে খুশীর বন্যা, আনন্দ অপার
আত্মীয় পরিজন মিলে মিশে কেটে যায় দিন ও রাত,
বিজয়া দশমীর বিষাদময় রাতে, ছলছল করে ওঠে আঁখি
ঘরে ফিরবার সময় আসন্ন, মহামায়া ফিরে যাবেন শ্বশুরবাড়ি।

সমাজের এই নিয়মধারা মানতে চায়না শিশুমন
আনন্দর মাঝে বিষাদের সুরে বক্ষ’টি হয় ভারি,
চারটি দিনের পরিবর্তে…!
সাতটি দিবস ধরে
দুর্গামাতা থাকুন মর্ত্যে…!
পুরোহিত ও গুরুজন’দের কাছে করজোড়ে
আমার বিনিত আবেদন’টি রাখি।

Loading

Leave A Comment