আর কবিতা নয়

আর কবিতা নয়
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

জমি কোথাও পতিত রেখো না
এক চিলতেও নয়।

শুধু জমি নয়
যেখানে যতো ফাঁকা জায়গা আছে
বাড়ির উঠোনে, লনে, ছাদে, বারান্দায়
মাটিতে টবে কিংবা ঝুলন্ত কার্নিশে
ফুটো বালতি, ডেকচি, কড়াই, কাঠের বারকোশে
চাষ করো লংকা, ঢ্যাঁড়শ, উচ্ছে, টোমাটো, বেগুন।

কী করবে বললে? ফুলের বাগান!
কেন হে,এখন এ বিলাসিতা কেন?
তুমি কি জানো না এদেশে এখন
খাদ্যের প্রচণ্ড অনটন?

ও-ও-ও! তুমিতো আবার ফালতু বুদ্ধিজীবী
অর্থাৎ কবি একজন
গাঁজাখুরি শব্দ সব গুঁজে দাও কাগজের বুকে
ফুল গুঁজে দাও কারো চুলে,শবদেহে,
কপালে চন্দনের ফোঁটা দেওয়া বাঁধানো ছবিতে।
তোমার আর কী কাজ?
উন্নয়নের স্বার্থে সেসব বন্ধ থাক আজ।

এখন রেজিস্টার্ড কবি ছাড়া আর কবিতা নয়
অন্যদের এখন চাষবাসের সময়।

Loading

One thought on “আর কবিতা নয়

  1. দুঃসাহস, তুই থাক না বসে মগডালে
    উড়িস না রে অন্তবিহীন ঐ অসীমে ।
    তোর কাছে যে শিখতে হবে অনেক কিছু
    তাকাস না রে ঐ সুদূরে
    অকারণে ।

Leave A Comment