Site icon আলাপী মন

পূজোর গন্ধ

পূজোর গন্ধ
– কৃষ্ণ বর্মন

 

 

ভোরে ঝরে পড়া শিউলির গন্ধে
সন্ধ্যার মন কেমন করা কামিনীর গন্ধে
গ্রামের মেঠো পথের ধারে ডোবায়
ভিজিয়ে রাখা পচা পাটের গন্ধে
পাগল করা এক পূজোর গন্ধের আভাস পাওয়া যেত এক সময়।
পূজোর গন্ধে মাতোয়ারা হত সবাই।
পূজোর গন্ধে মাতাল মন কেয়া পাতার নৌকা হয়ে
শ্বেতাভ আকাশ সমুদ্রে ভেসে বেড়াতে বেড়াতে
নিরুদ্দেশ হত অনির্দিষ্ট পথে।

এখনও গন্ধ আছে।
মাতলামি আছে এখনও
তবে শিউলির নয়।
এখন এখানে মৃত্যুর গন্ধ।
বারুদে বারুদে এখন মৃত্যুর ঘ্রাণ
পূজোর গন্ধে বিলীন হয়ে
শৈশব নিষ্প্রাণ।

Exit mobile version