Site icon আলাপী মন

বদলাবে

বদলাবে

-নীলোৎপল সিকদার

 

 

এই সব অপ্রাপ্তি আর হতাশার আগুনে
একদিন ঠিক পুড়ে যাবে
যত আছে অন্যায় অবিচার।

চেতনার বিস্ফোরণে মুছে যাবে
শাসকের তৈরী খরা আর অনাবৃষ্টি,
একদিন ঠিক বদলাবে পৃথিবী আর তার মানুষ।

প্রবাহমান মিঠা জলের ধারায় ভরে উঠবে
নদ নদী এঁদো ডোবা
আছে যত শুকনো পুকুর।

একদিন সাম্যের গান গাইবে
এই সব গণমানুষেরা
হয়তো সেই শুভ সোনালী দিনে
আমি তুমি থাকব না…

গণমানুষ শান্তির গান গাইবে
প্রাণে প্রাণে মুখরিত হবে
বৈচিত্রময় ধরনী
ওগো বন্ধু একদিন বদলাবে
কবে কখন তা জানিনা
তবে বদলাবে…

Exit mobile version