কবিতা

ভাঙন

ভাঙন

-পাপিয়া ঘোষ সিংহ

 

 

চারিদিকে শুধু হুড়মুড় দুমদাম শব্দ,
ভাঙনের তান্ডব চারিদিকে শুনছি অদ্য।
ফাটল ধরেছে সমাজে, দীর্ঘ সপ্তবর্ষ ব্যাপী,
বিবেকে যাচ্ছে দুমড়ে, উড়ালপুল চাপি।

 

চারিদিকে মৃত্যু, চলে যায় তরতাজা প্রাণ,
বুক ফাটে পিতামাতার, শোকে বিহ্বল পরিজন।
সরকার দাম ধরে একখানি অমূল্য জীবনের,
ক্ষতিপূরণ কি হয়? টাকার অঙ্কে এক প্রাণের?

 

কানে তুলো, চোখে ঠুলি পরে আছে ক্ষমতাধরেরা,
অঘটন ঘটে গেলে চলে শুধু দোষারোপ ধারা,
গ্র্যাভিটি! খতিয়ে দেখে হবে নাকি পরিস্থিতি বিচার,
হায় রে! রাজনীতি, দেখা নেই দায়িত্ব, মানবতার।

 

ঘুন ধরা সমাজে উৎসব, মেলা আর শ্রীএর ভিড়,
লাশ চাপা পড়ে থাকে, মনুষত্ব ভেঙে চৌচির।
ভয়ে ভয়ে আছি বেঁচে, এই আছি, এই বুঝি নেই,
এমনিতেও পড়বে মারা, প্রতিবাদটুকু করলেই।

 

এইভাবে বাঁচা যায়! ক্যানসার ধরা রাজ্যে,
রোগমুক্ত করার লাগি, সঁপে দাও সবে আজ যে।
এসো আজ পথে নেমে সবে মিলে করি প্রতিবাদ,
বন্ধ হোক এ ভাঙন, নতুনত্বে বাঁচার পাই স্বাদ ।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page