সে–দিন
-সুদীপ্তা মন্ডল
সে ছিল এক বৃষ্টি-দিন।
রিমঝিম রিমঝিম অনুরণন
কানে মেখে ভেসে যাওয়া।
সোহাগের সাম্পানে
ঝুপ্পুস মেঘের দলে
হারিয়ে যাওয়া।
আর ছিল দোলনচাঁপার
আন্দোলনে,কদম ফুলের
রেণুর ভেজা আহ্বান।
সেদিন ছিল কৃষ্ণমেঘের
চঞ্চলতা। জল-নূপুরের ঝমঝম
মাদকতার শিহরণ।
আর ছিল পূবালী হাওয়ার
দুষ্টুমিতে, এলোমেলো
আঁচলের অবাধ্যতা।
আজও এক বৃষ্টি-দিন।
আজও বাতাসে
চাঁপা ফুলের মদিরতা।।