Site icon আলাপী মন

স্বপ্ন

স্বপ্ন
-রাজশ্রী রাহা চক্রবর্তী

 

 

স্বপ্ন অচিন পারাবার

কী জানি কখন
কোনও অজানা জগৎ থেকে
এনে দেয় মনের গহীনে

স্বপ্নের ছবিগুলো আঁকা হয়
স্বপ্নেরই মাঝে
গল্পের মতো

গল্প সে কোনদিন হয় না তো শেষ
চোখ মেলে চেয়ে দেখি
সবই আগের মতো
স্বপ্ন যে শুধুই বিশেষ

ভালো লাগা কথাগুলো
ভয় পাওয়া ভাবনারা
ফিরে আসে স্বপ্নের অবয়বে

মনকে জানিয়ে দেয়
আর কতদূর যেতে হবে
কত পথ হবে যে পেরোতে .

Exit mobile version