কবিতা

উমা মা আসে শৈশব হাসে

উমা মা আসে শৈশব হাসে
– রমলা মুখার্জী

 

 

আকাশের ইস্কুলে কালো মেঘ ঘরমুখি….
সোনা-মাখা রোদ-ছটা নীলাকাশে উঁকি ঝুঁকি।
ওরে দেখ সাদা মেঘ এল ‘খ’এ নাচতে…
ফুলো ফুলো তুলো তুলো পোষাকেতে সাজতে।

প্রকৃতির ইস্কুলে শিউলিরা ফুটছে…..
তিতলি অলির দল শত মজা লুটছে।
কমলের কানে কানে গানে গানে ভ্রমরা…..
শালুকের দল বলে, “এসেছি গো আমারা।

ছেলেদের ইস্কুলে আসেনি ছুটির ক্ষণ..
আগমনী-আগমনে মন ভারি উচাটন।
রঙবাজি তারাবাজি পড়ে আছে ঐ কোনে….
সব কবে রোদে দেবে বল কে তা কে বা জানে?

কাশফুল বলে দুলে, ” এসো ছেলে পড়া ফেলে।
পাঁচ দিন তাক্ ধিন্ উড়ি কেন ডানা মেলে”।
পঞ্চমী দুপুরে . রিণি রিণি ঘন্টা……
রাশি রাশি হাসি খুশি বাঁধ ভাঙে মনটা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page