Site icon আলাপী মন

ভালোবাসার খোঁজে

ভালোবাসার খোঁজে
-শুভঙ্কর অধিকারী

 

 

ভালোবাসা আজ কামার্ত চোখে শরীরী ভাঁজে খোঁজে
সে শরীর যতই কালো হোক!
কিন্তু কেউ আর খোঁজ রাখেনি কবির দেখা কৃষ্ণকলির
সেই কালো হরিণ চোখ!!
কৃষ্ণকলির আর যায় না মাঠে একা একা
যতই ডাকুক শ্যামলা দুটি গাই!
পাছে একলা পেয়ে ভালোবাসার নামটি করে
যদি কেউ শরীর খুবলে খায়!!

চায়ের পেয়ালায় তপ্ত স্বাদে বনলতার সাথে মাঝে মাঝে
মুখোমুখি নয় পাশাপাশি আজ কেবিনের নিরালায়!
বিদিশার নিশা চুলের মাঝে নাক ডুবিয়ে প্রেমিক খোঁজে
ভালোবাসার গন্ধ আর মেতে ওঠে শরীরী খেলায়!!
নখের আঁচড় বুকে এঁকে দেয় ভালোবাসার গভীরতা
রক্তাক্ত অধর শুষে নিতে চায়, ভালোবাসার মানে!
তৃষ্ণার্ত দেহ দিশেহারা হয়ে হাতরে বেরায় আর্ত শীৎকারে
তবু হৃদয় মাঝে আসেনা যে কেউ, হৃদয়ের সন্ধানে!!

বেণীমাধব, ভালোবাসার কোমল স্পর্শ কি আজও খোঁজো!
তোমার মনে পড়ে সেই মালতী স্কুলের সেই মেয়েটিকে!
আর হয়তো পরে না তোমার মনে!
ব্যাস্ত বুঝি আপন সংসার জীবনে!
কিন্তু সেই মেয়ে আজ সেলাই দিদিমণি। নষ্ট মেয়ে নয়!
জানো, সেই সরল দুটি চোখ আজও খোঁজে তোমায়
থমকে দাঁড়ায়, মাঝ রাস্তায় তোমার কথা ভেবে
হঠাৎ এসে চমকে দিয়ে আপন করে নেবে!!!

Exit mobile version