মনের কথা
– রুদ্র প্রসাদ
আজব এই দুনিয়াটারই আজগুবি খামখেয়ালে,
আজকের চারপাশে কত কিছুই তো ঘটে চলে!
আঙুলের একটু আলতো ছোঁয়ায় খুলছে দুয়ার,
সভ্যতায় বহমান প্রাণহীন আলোড়নের জোয়ার ।
জাদুকাঠির ঐ পরশে সচল হয় আরও কত কি!
আপাত স্তব্ধ মনের বন্ধ আগল তাতে খোলে কি?
সাদা চোখে যায় দেখা একের সাথে অন্যের মিল,
ভেতরে ভেতরে বহুরূপী সবই, গঠনে তো গরমিল!
হঠাৎ আসা দমকা হাওয়ায়, ভাবল একলা মন,
কিসের ব্যথায় মলিনতা এল, হ’লটা কি এখন!
ছেঁড়া খোঁড়া কিছু স্মৃতি আবছায়ায় এলোমেলো,
সুখ-দুঃখের কথাগুলো যে ভাবতেই লাগে ভালো ।
পেরিয়ে আসা সময়ের ঝুলিতেই জমা কত কিছু,
কোলাজে আঁকা ছবিই চলতে থাকে আগুপিছু ;
কেন, কিসের অপেক্ষা, নিবেদন যেন কোনখানে?
কখন যে কাকে এনে, কেমনে ধরে বসায় প্রাণে!
কার জন্য নিজেরে বিলায় নিজেকে দিয়ে ফাঁকি,
মনস্তত্ত্ব বেজায় জটিল, সেকি যা তা কথা না কি!
খাঁচায় বন্দি মনের পাখিটা পাখনা তখনই মেলে,
প্রাণের ছোঁয়া হৃদসায়রে একটু দোলা দিয়ে গেলে ।
তখনই খুলে ঝাঁপি সোল্লাসে, অবিরাম কথা কয়,
হৃদয়ের আকুতি যখন তার সাথে মিলেমিশে রয় ;
উপস্থিতির জানানে আসে নিয়ে মুগ্ধতার আলো,
অতীত ভুলে এক লহমায় মুছে দিতে চায় কালো!
তিল তিল বুদ্বুদে গড়া, বিশাল ইমারত স্বপ্নচয়নে,
তিলোত্তমার কল্লোলিনী সাজ কল্পিত বাস্তবায়নে!
কাঠিন্য মেখেই হোক না মনের গন্তব্য দুর্গম যত,
ভিন্নতার আস্বাদনেই জীবন উপভোগ্য হবে তত ।
গোলকধাঁধায় হারিয়ে যদি পথের দিশা পেতে চায়,
সঞ্চরণে আঁকিবুকি কাটে, লেখাজোখা নিরালায় ;
মুক্ত মনের বোঝাপড়ায়, অবশেষে হারায় সংশয়,
দোসরের অপেক্ষায় মন একাকীই পথ চেয়ে রয় ।
নূতনেরই দিকে ধীর লয়ে ধায় মন, অগ্রণী সরণে,
উদ্বেলিত উচ্ছ্বাসে কম্পিত হয় সমাদৃত আভরণে ;
চেয়ে থাকে অনুরাগী মনটা রাতের আকাশ পানে,
মনের যে কি আকাঙ্ক্ষা, তা শুধু একা মনই জানে ।।