Site icon আলাপী মন

এই বেশ ভালো আছি

এই বেশ ভালো আছি
-সুধাশ্রী মণ্ডল

 

 

প্রতিবার গভীর রাতে যখন বারংবার বুকের
সমুদ্রে সেই উথালপাতাল ঝড়টা ওঠে,
তোমায় আকুল ভালোবাসার তুমুল নেশায়
ঘুমের চাদর সরিয়ে আমার চোখ দুটো তবুও
জেগে থাকে আজও তোমার স্বপ্নের ছায়াপথে
সফর সঙ্গী হবে বলে;
আলোর জানালা দিয়ে উঁকি দেয় দ্বিতীয়ার চাঁদ; প্রতিবার বারংবার সেই ঝড়টা ওঠে
সর্বস্ব তছনছ করে চলে যায় ….

মিথ্যে করেও যদি ভালোবাসতে!

শেষ যাত্রার আগে শুধু দুচোখ ভরে
একটিবার দেখতেই তো চেয়েছিলাম;

তারপর ঠিক চলে যেতাম পরপারে,
পরম নিশ্চিতে ….

এখন তো আমার দুচোখ ভিজিয়ে দেয়
শুধু শ্রাবণ ধারা নয়!
আসন্ন হেমন্তের ঘনঘোর কুয়াশায়!
তুমি তো আমার অন্তরের অন্তঃস্থলের
খোলা জানালা ….
আমৃত্যু তোমার ভালোবাসার প্রতীক্ষার পাহাড়ে
শুধু দুঃখ জমাই ….
তোমার বিরহে তো শুধু কাঁদতেই জানি প্রিয়
কাঁদতেই পারি
আর তুমি ?  কাঁদাতে!

এই তো বেশ ভালো আছি …..

Exit mobile version