দেবীপক্ষ
-বুদ্ধেশ্বর মোদক
মায়ের হাসি ভেসে আসে,
শিউলি আর সাদা কাশের
মনমাতানো গন্ধে…
শিশির ভেজা দূর্বা ঘাসে,
শরতের এই নীলাকাশে
সকল ভালো মন্দে।
মহালয়ার স্নিগ্ধ ভোরে,
প্রতিটি ঘর উঠে ভরে
ধুপ-ধুনোরই দ্বন্দ্বে..
জড়ো হয়ে নদীতীরে,
তর্পণ হয় করজোড়ে
সুরেলা এক ছন্দে।
ষষ্ঠী থেকে মণ্ডপ মাঝে,
মানুষ সাজে নতুন সাজে
সোনা,রুপো, হীরে..
নিজের সকল চাহিদা বুঝে,
মা দুর্গার চরণ খোঁজে
পুষ্পার্ঘ্যের ভিড়ে।
মাকে খুঁজি প্রতিমাতে,
মা রয়েছেন প্রতি মাতে,
আবেগ খুশি ছেড়ে…
ব্যবহার হায়!মায়ের সাথে
অত্যাচার হয় দিনে রাতে
কলির নিয়ম ধরে।