ফিরে এসো
-শিবশঙ্কর মণ্ডল
ব্যস্ততার চরম উষ্ণায়নে দগ্ধ
শাল পিয়ালের ছায়ায় বসে
বিজন অরণ্যের সেই সাধের
অমরাবতীতে কত খুঁজেছি তোমায়।
অনুক্ষণ বুনো মউলের ঘ্রাণে;
ক্ষুধার্ত নেকড়ের চোখে হৃদয়
রক্ত মাংসের গন্ধে অথবা বুভুক্ষা
পেঁচার চকিত চাহনিতে,ধূসর
অন্ধকারে।
এখনো যার মনের ছোঁয়ায়
ঘুমাবৃত স্বপ্নেরা খোঁজে ভালবাসা;
চাহিদার স্ফুটনাঙ্ক ছুঁয়ে হৃদয়
মরুতে ফোটে প্রেমের পারিজাত….
তার ফেরার প্রতীক্ষায় ঢুলুঢুলু
চোখে জেগে আছে চাঁদ।
প্রতিটা রাতের স্বপ্নস্ফীত বৃন্তে
প্রেমের মেহেন্দি এঁকে তোমারই
ফেরার নির্জন পথে নিদ্রাহীন
আকাশে বুকে জ্বালিয়েছে আলো
স্বাতী,বিশাখা।
অন্ধকারের শিকড় ছুঁয়ে জোনাকিরা
দেহের প্রতিটা ভাঁজে বিস্ফারিত
চোখ মেলে খোঁজে হলুদ বসন্তে
ফেরার অমোঘ প্রতীক্ষা।
তুমি না এলে হৃদয় নির্ঝরিণী
হারায় তার নাব্যতা, প্রতীক্ষার সাঁকো
ভেঙে উপেক্ষার রাতে কবিতা পাতায়
শুধুই লেখা রবে নৈ:শব্দের কথা।