Site icon আলাপী মন

বাঙালিয়ানা

বাঙালিয়ানা
-অণুশ্রী দাস

 

 

আশ্বিনের হাওয়ায় শিউলির গন্ধ, পেট্রোল ডিজেলে উধাও
নতুন জামা, নতুন প্রেমের কৌতুহলে কিছু ভালোবাসা আছে তাও,

পুজো পুজো আমেজের হাতছানি আজ মুঠো হাতের বুকে বন্দি
শারদীয়ার আহ্বানে মহালয়ার নানা গানের কলি বাঁধে ব্যবসার ফন্দি..

যান্ত্রিকতার যুগে মহালয়ার সুর তো যেদিন খুশি সেদিন শোনা যাবে
তবুও মঙ্গল তিথিতে ছাতিমের মায়া জড়িয়ে, শিশিরের সারল্যে,
ভোরের ধোঁয়াশা মেখে, দেবীর বন্দনার স্তুতি মনে বাজে চিরচেনা গলারস্বরে
মায়াবী সেই মুহূ্র্তের ভালোলাগায়, বছরের একদিন তার অপেক্ষায় থাকে..

বদলেছে সময় বদলেছে নব যুগের ধারণা
তবুও দোল লাগুক আধুনিকের অলিন্দে,
চির ঐতিহ্যের ছায়ায় আমরা বাঁচিয়ে রাখি নিজেদের…
ধার করা রংবাহারি জোয়ারের অনুভবে,
বেঁধে রাখি বাঙালিয়ানাকে মহালয়ার পুন্য পরশে

Exit mobile version