অকৃতজ্ঞ
-তোফায়েল আহমেদ
স্রষ্টার দান পেতে,সৃষ্টি -বিনীতে করুনার হস্ত
বাড়ায়, কর্তাকে খোঁজেনা,
প্রার্থনা করতে নামাজে যায় ঐ মসজিদে
সাধনায় প্রেম বুঝেনা।
প্রদীপের আলোটাই সবাই খুঁজে বেড়ায়
প্রদীপের মৃত্যু দেখেনা,
বিশুদ্ধ পানি পানে টাকা খরচে পিপাসা মিটায়
সাগরের দুঃখ যাচেনা।
অর্থের পেছনে সদায় দৌড়, বিনিময় পেতে
ললাট মানেনা,
অমানুষ মানুষের কাছে ঘুরে নিজ স্বার্থেই
মানুষ খোঁজেনা।
পাখি থাকে বনে, শখে বন্দি করে গান শোনে
কেহ রাখেনা মনে,
চাকরের কর্মে খুশি হয় মনিব নচেত অবহেলা
চাকরকে কে বা গোনে।
ফুলকে সবাই ভালোবেসে ছিন্ন করে জোর
করে, গাছের কষ্ট বুঝেনা,
মানুষকে মানুষ ভালোবাসে কত মুখরিত
পিরিতে, হৃদয়টাকে খোঁজেনা।
গানের সুরে গায়কের অভিনয়ে মুগ্ধতার নাচ
ঝরে, লেখক সুরকারের খবর নাহি লয়।
সুন্দর কবিতাকে ভালোলাগে পাঠকের পঠন
রসে, দরিদ্র্য কবি অজানায় ক্ষয়।