ফ্যাকাশে
-পবিত্র কুমার ভক্তা
আঁধার আতঙ্ক, ক্ষুধার তীব্র যন্ত্রনায় ফুটপাত
উপোসী, মশার কামড়ে দূর্ভিক্ষের রাত জাগা
বিকলাঙ্গ মনে মৃত্যুপথযাত্রী চাঁদের গায়ে ক্ষত
উদবাস্তু-বিহ্বলতা, পতিতার শীৎকার জমা যত।
হায়না, নেকড়ে, পেঁচার ডাকে অশুভ রাত
ক্ষুধাতুর শিশু কাঁদতে কাঁদতে ঘুম, খালি পাত
নির্যাতিতা রমনী, চাষির বিনিদ্রতা, বৃষ্টির টুপটাপ ঝরা
মানুষের কাছে দাঁড়ালেই যন্ত্রনারা দেয় ধরা।
তবুও কোজাগরী এলে, পদ্মপাতায় জলের ইশারা
রাতজাগা চোখ রাত জাগে চকচকে প্রত্যাশারা
দেবীর আশীর্বাদে জোছনায় ধুয়ে যাক চরাচর
মেঘ-রোদ্দুরের তফাৎ মুছে যাক বরাবর।