Site icon আলাপী মন

বোবা আর্তনাদ

বোবা আর্তনাদ
-অজয় চৌবে

প্রতিবাদ না করলে নিজে থেকে এই কঠোর সংগ্রামী পৃথিবীতে কেও সহজে বুঝবেই না
-তোমার সঠিক প্রয়োজন অথবা প্রাপ্য অধিকার,
একটা সদ্য জন্ম নেওয়া দুগ্ধ শিশুও বোধহয় জানে এই চরম ধ্রুব সত্য?
-তাই হয়তো সে কান্নার মধ্যে দিয়ে করে অর্জন- তাঁর বেঁচে থাকার খাবার।
আজ দয়া,মায়া,সততা, মানবিকতা
-মনের গোপন কারাগারে হয়ে চলেছে মরা -আধ-মরা,
-গণতন্ত্রের গর্বিত আদর্শ বোমা-বুলেটের আঘাতে টালমাটাল ঝাঁঝরা হয়ে হাঁটছে বিলুপ্তির পথে,
সমাজে যোগ্য প্রতিভাবান যুবক-যুবতীর সরকারী চাকরী প্রায় নেই,
লাউ ডগার মতো লকলক করে বাড়ছে- দূর্নীতি,ঘুষ,
-জাত -পাতের সংরক্ষণ এখনও অটুট
-রাজনীতির নোংরা অভিসন্ধির মদতে।
আজ অন্যায়-অবিচারে ভরা এই অন্ধকারাচ্ছন্ন সমাজেে
– ভীষণ ভীষণ প্রয়োজন ঐক্যবদ্ধ সৎ সাহস,
-গগনভেদী- হুঙ্কার- চিৎকার- বলিষ্ঠ প্রতিবাদ,
গম্ভীর গভীর প্রশ্নচিহ্ন এবং অজুহাত – বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
-তাই নিজ নিজ গর্তে ইঁদুরের মতো গোপনে চুপিসারে প্রায় সবাই করি
-নিষ্ফল-বোবা আর্তনাদ।

Exit mobile version