Site icon আলাপী মন

অবাস্তব

অবাস্তব
-অযান্ত্রিক

বাইরে শ্রাবণ শেষের সন্ধ্যা ,ভিতরে চোখ পরলেই স্থির ছায়া,নিশ্চল নির্বিকার ,
সাড়াহীন সুপ্ত চৌকাঠ আঁকড়ে, সপ্তকর্ণিকা মূর্তি,কে তুমি অপরিচিতা?
কি নাম ?কেন তমসাবৃত অধররেখা?
অথবা জানতে চাও আমার পরিচয় ?
বাইরে সন্ধ্যার আয়োজন, জানি ভিতরে চোখ পড়লেই,
অচেনা অবয়ব চেনা চৌকাঠে।
বহুবার ভ্রম হয়,
এই কে আছো ? খুলে দিযে যাও মনের, শরীরের, মগজের, জানালা গুলো সরিয়ে দাও পর্দা
উদ্দীপ্ত শিখায় উন্মোচিত হোক পরিচয়,
বুঝে নিতে পারি কল্পনা নাকি বাস্তব।

Exit mobile version