তোমাকে নিয়ে

তোমাকে নিয়ে
-অমিতাভ সরকার

কবিতা লিখিনা কবিতার জন্যে,
যন্ত্রনা সব জাবর কাটে।
ছড়াতে জড়াতে ইচ্ছে করে,
ঘাটে ঘাটে ঐ শূন্যতাতে।
হাসনুহানার গন্ধ ভাসে।

 

দখিন বাতাস হৃদয় জুড়ায়
সঙ্গে আনা ছাতিম গন্ধ।
তোমার স্বপ্ন করে বিপন্ন—
কোথায় তুমি জানালা খুলে?

 

নিকষ আকাশে ঝিকিমিকি তারা,
ছাতিম গন্ধে জোনাক সভা–
আগমনী আলোয় নিষ্প্রভ হয়ে,
বাঁশ বাগানে ঠাঁয় খুঁজে নেয়।

 

আমার কবিতা তোমাকে নিয়ে—
জানালা বন্ধ হাহাকার ভাবায়!
তোমার হাসি সেই কবে দেখেছিনু,
মনে আছে যেন হলদি নদী!!

Loading

Leave A Comment