Site icon আলাপী মন

নাভিঝিল

নাভিঝিল
-রাখী সরদার

 

 

এখন নাভিঝিলে ডুব মারো

ডুব, ডুব, কোঁকড়ানো সুগন্ধি ডুব

তারপর বলবো, সবটাই অপ্রয়োজনীয়
নাকি আনমনা বৃষ্টি ছলাৎ।

ঝিলভরা কাঁচরঙা জল, মাঝেমধ্যে
সবুজ ঝাঁঝি

দস্যুর মতো গোড়ালিতে চুমু খায়
খয়েরি শ্যাওলা

নিপুণ স্রোতের টান গভীর থেকে গভীর তর

দুজনে এগিয়ে যাই

তারপর…
পথ আটকে হাজার জলের চাঙড়

ঘন নিশ্বাসের একতারা বাজলো না

ফিরে আসি
পাতলা ঢেউয়ের মতো পড়ে থাকে নাভিঝিল
পড়ে থাকে মেঠো আকাশের নীচে…

Exit mobile version