Site icon আলাপী মন

মহাকালের ডাক

মহাকালের ডাক
-তমালী বন্দ্যোপাধ্যায়

সকলেই পাবে সেই অমোঘ ফতোয়া-
চলে যেতে হবে।
সব আনন্দ, বেদনা, উল্লাস, হাসি,গান,প্রেম,বিচ্ছেদ,ঈর্ষা ও প্রতিশোধ-
হাহাকার করে দেওয়ালে দেওয়ালে।
শুধু পড়ে থাকে একমুঠো ধুলো আর স্মৃতির পাহাড়।
মনে জমে থাকা ক্ষোভ-রাগ- বিদ্বেষ… ভালোবাসা হয়ে গেছে আজ।
অন্ধকারগুলো আলো হয়ে গেছে – জীবনের সুখে।
এতদিন ধরে যা কিছু পেলাম,
কত রঙরস, আনন্দগান,
জীবনের প্রতিটি ক্ষণ,
বয়ে চলেছে এই ধমণীতে।
আজ আর কোন চাওয়া নেই ।
সব চাওয়া পাওয়া হলো আজ।
সব ঘাত-প্রতিঘাত, তাপ-উত্তাপ শুষে নিয়ে এগিয়ে চলেছি কালস্রোতের টানে।
একদিন জীবনের সাঁকো পার হয়ে গিয়ে অমর হবো…
তোমাদের হৃদয়ে হৃদয়ে…ফিনিক্স পাখির মতো।

Exit mobile version