Site icon আলাপী মন

মুক্তি

মুক্তি
-নবনীতা মুখার্জী

কবিতা কে আজ নিজেই দিলাম ছুটি,
যত্নে রেখেছি মনের গোপন দ্বন্দ্ব –;
শব্দরা যেন স্থির, গন্তব্যচ্যুত,
হারিয়ে ফেলেছে অন্ত্যমিল এর ছন্দ !!

 

হৃদয় মাঝারে শাওনের ঘনঘটা,
আলুথালু সাজে সাজানো রাগ অনুরাগ;
বিচ্ছেদ ব্যথা নীল কালশিটে আঙ্গুলে,
এস্রাজে বুঝি গাইছে বেদনা বেহাগ!!

 

বিরহ রসের সান্দ্রতা বুকে নিয়ে ,
বিপথগামী মুক্তির জয় রথ,
খোলা আকাশের নিশ্চুপ ইশারাতে,
উপেক্ষিত – – ভালোবাসার শপথ!

 

তোমার প্রেম মিলনেই বিশ্বাসী;
অনুভবে খোঁজে সনাতনী সুখ স্পর্শ,
আমার প্রেম মুক্তি র পথে স্থায়ী,
পার করে ফেরে হাজার আলোকবর্ষ্।

Exit mobile version