চিঠি
-নীলোৎপল সিকদার
তবুও রক্তে রক্তে আয়োজন চলে
অজানা আনন্দের খোঁজ…
নীল সমুদ্রে উড়ে যাওয়া
বলকার পাখায় লেখে
আসব ফিরে ফিরে
তব বাহু ডোরের কম্পনে
শিহরিত হতে প্রেম ছলনায়।
মাংসের গভীরে ফেলে যেতে কামরস
অকস্মাৎ মনে পড়ে
আকাশের পরীদের কথা
যারা ভালোবাসতে চেয়েছিল
রুটি আর ভাতের মত ক্ষুধা,
গিলে খেতে চেয়েছিল সুখ আর ঐশ্বর্য…
দুঃখ একা হেঁটে যায়
এই সব ছলনার সুখ সম্পদ ছুঁয়ে,
তাই তারা সব ছেড়ে
আকাশে বেঁধেছে ঘর,
আমার পিয়ন কোনদিন
পাইনি খুঁজে তাদের ঠিকানা।
পিয়নের হাতের ঘামে ভেজা চিঠি
আজও পৌঁছায়নি পরীদের হাতে,
কয়েক কোটি জন্ম পরে
হয়তো পরীরা আমার রক্তের
ঘ্রাণমাখা চিঠি পেতেও পারে!