দুর্গা এ কোন দুর্গা?
– অঞ্জনা গোড়িয়া
ছেঁড়া জামা আর উস্কো খুস্কো চুল
বাবুর বাড়িতে কাটে দিন, যাওয়া হলো না স্কুল
সকাল থেকেই বাসন মাজা বাড়ির নানান হুকুম
বাড়িতে পঙ্গু বাবা, আর ছোট ভায়ের জুলুম।
পূজায় চাই নতুম জামা নতুন প্যান্ট আর ঘড়ি,
তাই তো দূর্গা খাটছে দিনরাত, চায় অর্থ কড়ি।
জোটে না জামা নতুন,বাবুর মেয়ের পূরানো জামা
ইস্ত্রি করা শাড়ি বকশিশ, জুটেছে পুরানো একটা ছাতা।
তাতেই খুশি দূর্গা, মাইনেটায় মিটুক ভায়ের আবদার
বড্ড ছেলেমানুষ ভাইটা, বোঝে না কষ্ট কি যে দূর্গার।
আসছে দিদি ব্যাগ ভর্তি নতুন পোশাক নিয়ে
ঘড়ি গাড়ি খেলনা যতো, দিদিরে ভরায় কি দিয়ে?
বাবার চোখে অশ্রু ঝরে, দিদির মুখ হাসি হাসি
অনেক আছে ভাই রে আমার,তোর খুশিটাই ভালোবাসি।