তবেই পাবে মহাপ্রাণ
-মাণিক দাক্ষিত
যুগ যুগ অনুর্বর চিত্তভূমির
আছে দুই শয়তান;
ভোগ্যবীর মহাশন, জাতপুত্র ক্রোধাগ্নির
ক্ষমতা পর্বতপ্রমাণ।
লিপ্সা হস্তে বাসনার শস্য আত্মসাত্
ব্যতিক্রমহীন নিয়মে,
চাষ হয় শস্য ফলে—জ্ঞান বন্দীরাত
কাটায় অজ্ঞান-ভবনে।
জন্মাবধি পিতা-পুত্রের মিলিত চেষ্টায়
ভোগের বিশাল সাম্রাজ্য।
তবু কামনার নিবৃত্তি কোথায়? তেষ্টায়
ছাতি ফাটা নৈরাজ্য।।
মানবের মহাশত্রু অনুর্বর চিত্তভূমির
এই দুই শয়তান,
বিচারের ফলকে ধংস হলে
উর্বর ভূমিতে পাবে মহাপ্রাণ।
–
আন্তরিক ধন্যবাদ।