পুজোর আনন্দ
-পরিতোষ রায়
চারিদিকে যখন পুজো পুজো রব
আমার মনে ধেয়ে আসে দারুন অভাব।
এ অভাব যেন আমারে কুড়ে কুড়ে খায়
মনে মনে ভাবি কেমনে নেব তাদের দায়।
আমরা যে আছি বড়ো সুখে
ওই পথ শিশুগুলো যে বড়ো দুঃখে।
কত শত খাবার যে দিই ফেলে
ওই ছোট্ট পথ শিশুটি তাই কুড়িয়ে যে খেলে।
পুজোর আনন্দে মাতে ভুবন
কষ্টে গড়া ওই শিশু দের জীবন।
কখনো কি ভেবেছো মনে
ছোট্ট শিশুগুলিকে স্থান দিয়েছো হৃদয় কোনে।
নাইবা দিলে স্থান
ভালোবেসে কখনো কিছু করেছো কি দান।
ওরা যে বড়ো অসহায়
সবাই মিলে হও ওদের সহায়।
এ পুজোতে ভাগাভাগি করে আনন্দে
ভাগ করে নেব ওদের সাথে মহানন্দে।