শারদীয়ার শুভেচ্ছা

শারদীয়ার শুভেচ্ছা

-রীণা চ্যাটার্জী

সুধী,
দেবীপক্ষের সপ্তমী তিথি আজ। গতকাল দেবীর বোধন পর্ব সমাপনে আজ নবপত্রিকা স্নান ও বরণের মাধ্যমে দুর্গাপূজার দ্বিতীয় দিনের প্রারম্ভ। উৎসবের সার্বজনীন আমেজ সবদিকে। আকাশ বাতাস মুখরিত মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠের সুরে। প্রকৃতিও সেজেছে কাশফুলের দোলায়, আকাশে রৌদ্র মেঘের দুরন্ত খেলায়। আলোর বন্যায়, মানুষের ঢলে উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনায়, শারদীয়া শুভেচ্ছা বিনিময় বার্তায় ধ্বনি মুখরিত বারোয়ারি পুজা প্রাঙ্গণ।

উৎসব, বিলাসিতা, প্রাচুর্যে নিত্যদিনের পরিচিত ছবিরা মুখ লুকিয়ে রেখেছে এই কয়দিন। অবশ্য এখন কলমের কালি আঁক কাটে, “তোমার দুর্গা… আমার দুর্গা…”। একটাই অর্থবহন করে ‘লুকিয়ে রাখা মুখ’ গুলোকে নিয়ে কিছুটা আলোচনা, আর সমবেদনা জানানো। জানি এই ভাবনাটা দুঃসাহস প্রকাশ … তাও বলি, পূজিত দুর্গা কি সত্যি শক্তির প্রতীক, তাঁর শক্তি প্রকাশ কতোটা তাঁর ইচ্ছাধীন? তিনি সন্তানসহ মাতৃরূপে পূজিতা। সত্যিই কি কোনো ‘মা’ পারেন তাঁর সন্তানের কষ্ট দেখতে, মনে তো হয় ‘না’। তবে কেন “আমার দুর্গা….. তোমার দুর্গা”? কেন? তাঁর ইচ্ছা বা মতানুসারে তাঁর আবাহন বা বিসর্জন কিছু হয়? কিছু কিছু মন্ত্রোচ্চারণে যেভাবে দেবীর অঙ্গ সৌষ্ঠব, রূপের বর্ণনা করা হয় কোনো মা’কে কি তাঁর সন্তান সেই দৃষ্টিতে আরাধনা করে? সারমর্মটুকু উপলব্ধি করলে প্রশ্ন জাগে কেন তবে “আমার দুর্গা… তোমার দুর্গা ..” ? যে অশ্লীলতা, কদর্য নৃত্য পরিবেশনায় তাঁর বিসর্জন সমারোহ দেখি লজ্জার আবরণ ঘিরে ধরে। তিনি নাকি পিত্রালয়ে আসেন এই ক’দিন ‘কন্যারূপে’। ‘মা’, ‘মেয়ের’ বিদায় বেলায় তো চোখ অশ্রু সজল হয়ে ওঠার কথা, বিদায়ের ক্ষণে এই উন্মাদনার সমারোহের অর্থ খুঁজে পাইনা। মনে হয় দেবী আরাধনায় সবলতার, সক্ষমতার, প্রতিযোগিতার আস্ফালন চলে। মণ্ডপ আলোকিতা, সজ্জিতা দুর্গাও শুধু শ্রীবৃদ্ধির জন্য সেই স্থানে…, মৃন্ময়ী নয় মৃৎময়ী হয়ে।

দুর্গা যারই হোক, যেমনই হোক না কেন, জীবন সংগ্রামের লড়াই দুর্গার ব্যক্তিগত। পাশে থাকার অঙ্গীকার করি ভালোবাসা দিয়ে, মনে আশা রাখি সে যেন কোনো বিকৃত লালসার শিকার হয়ে তার কঠিন সংগ্ৰাম থেকে ছিটকে যেতে বাধ্য না হয়। মনের অতল গভীরে এই আশ্বাস, বিশ্বাস রেখে প্রথাগত ভাবে জানাই শুভেচ্ছা।

ভালোলাগার, ভালোবাসার কলমে–’নীলঞ্জনাকে গানে বেঁধো না’, ‘অশান্ত সময়’, ‘একটা অকাল বোধন’, ‘বদলাবে’, ‘পথে নামার ডাক’, ‘সাহিত্যাকাশের পিলসুজ’, ‘বর্ণন’, ‘বোধন’, ‘নিষ্ঠুর সমাজ’, ‘অকৃতজ্ঞ’, ‘প্রাপ্তবয়স্ক’, ‘এক টুকরো স্বাধীনতা’।

আলাপী মনের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা সকলের জন্য। কৃতজ্ঞতা স্বীকার সকল স্বজন সাথী ও পাঠকদের কাছে। কুশল কামনা সবার জন্য।

Loading

Leave A Comment