Site icon আলাপী মন

আসা যাওয়া

আসা যাওয়া

-তোফায়েল আহমেদ

জোয়ার আসে নদীতে ভাটায় হারাতে
ভাঙ্গন আসে কাদাতে,
আশা আসে জীবনে ভবিষ্যৎ দেখাতে
জন্ম আসে মরতে।

কলি আসে গাছে অলির লাগিয়া
আলিঙ্গনে ফুল ফুটাতে,
ফুল আসে তার স্নিগ্ধ সুবাস ছড়িয়ে
পদতলের প্রশ্চাত্যে।

প্রেম আসে রসায়নের মহা আনন্দে
মোহনায় মিলিত হতে,
ভালোবাসা আসে সৃষ্টি ভালোবাসতে
হৃদয়ের ক্ষুধা মিটাতে।

তরুণ আসে যৌবনের গান গাইতে
সামাজিক অরুণ ছড়াতে,
বিবেক আসে শ্রেষ্ঠকে লালন করতে
মনুষত্বের পথ দেখাতে।

আলো আসে শুধু অন্ধকার তাড়াতে
প্রভাত আসে কর্মেতে,
অনুভূতি আসে তার অনুভব করাতে
মন আসে মানস রাঙ্গাতে।

চিত্ত আসে নিভৃত চেতনাকে ধারাতে
দুঃখ আসে দীর্ঘশ্বাসে,
সুখ আসে সৃষ্টির চাহিদাকে হাসাতে
ঈমান আসে বিশ্বাসে।

জীবন আসে কর্তার প্রার্থনা করিতে
ক্ষুধা আসে খাদ্যে খেতে,
স্বর্গ ও নরক তৈরী আছে রূপান্তরে
মানুষের কর্মের আদতে।

Exit mobile version