কবিতা

খোঁজ

খোঁজ
-সঞ্জিত মণ্ডল

 

দেবী মুখ খুঁজে ফিরি এখানে ওখানে,–
কখনো ভীড়ের মাঝে রবীন্দ্র সদনে,
মোহরকুঞ্জে নয়, নয় নিধু বনে
খুঁজেছি আপন মনে এ তিন ভুবনে।
তুমি কি শর্মিষ্ঠা সীতা,ভারতী না বিষ্ণু প্রিয়া
গার্গী মৈত্রেয়ী কুন্তি অম্বা অম্বালিকা
অহল্যা দ্রৌপদী আদি তারা দেবযানী তথা।
দেবী মুখ খুঁজে ফিরি এখানে ওখানে।
একাডেমিতেও নয়, নয় সে নন্দনে
তারামণ্ডলে নয়, রবীন্দ্র কাননে
গঙ্গা-পদ্মা পারে খুঁজি, খুঁজি মেঘ পানে,
যেখানে বসতি করো খুঁজেছি সেখানে।
যদি খুঁজে পাই মুগ্ধ হয়ে চেয়ে রবো তব মুখ পানে।
সেই তব রূপ, সেই আশ্চর্য দেবী মুখ,
নিভৃতে বাজুক যত ব্যথা সে গভীর সুখ,
শান্ত করে দেয় তব স্বপ্নময় মুখ একান্ত গোপনে।
কিসে প্রসন্না দেবী, মহামিলনের জয়গানে,
দেবী মুখ খুঁজে ফিরি আমাদের জীবনে জীবনে।
না হয় না হবে কথা, শুধু বুক ভরা ব্যথা
বয়ে নিয়ে চলে যাই সুদূর বিজনে।
যত আমি ভালোবাসি রূপ রস গন্ধ সবই
সেটুকু সঞ্চয় বুকে থাক না গোপনে
ভালোবাসি বলি মনে মনে
জানুক বা না জানুক যত অন্যজনে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page