তুমি বলেছিলে বলে
– প্রীতি মান
তুমি বলেছিলে বলে সেদিন রাত হয়েছিল,
তুমি বলেছিলে বলে তারারা খুঁজেছিল নিবিড় অন্ধকার,
তুমি বলেছিলে বলে, আকাশটা ছিল বেশ থমথমে,
তুমি বলেছিলে বলে সেদিন খুলে রেখেছিলাম দ্বার।
তুমি বলেছিলে বলে, সেদিন ছিল পূর্ণিমা,
এক মহা অমাবস্যার বুক চিরে যখন
বেরিয়ে এসেছিল জোৎস্না —
তোমার সেই অদ্ভুত হাসির কারণটা না ঠিক এখনও
বুঝে উঠতে পারিনা।
ঠিক সেই দিন থেকে যেন তোমার জেতার অহংকারে
পরাজয় স্বীকার করে হার
অন্ধকার,
বিদ্রুপ করেছিল তোমায় —
দিয়েছিল অভিশাপ।
আর ঠিক সেই রাত থেকেই কমে
এসেছিল তোমার জ্যোতি, তোমার দম্ভ,
তোমার জেতার উল্লাস।
পরাস্ত হলে এক গহীন অমাবস্যায়,
তোমার অহংকারের বশে ।
সেদিন ছিলে তুমি চুপ একদম চুপ॥