Site icon আলাপী মন

রাত নামাই…

রাত নামাই…
-পবিত্র কুমার ভক্তা

 

 

সন্ধ্যার অভিসার থমকে গেছে মাঝপথে
ঝড় ধেয়ে এসেছিল মাঠের ওপার থেকে,
কাঁচাপথ, সাইকেলের চাকা লিক করে দেয় কাঁটা
শিহরণ নেমে এসেছিল তোমার ঠোঁটে, সোহাগ মধুর
আমার কবিতা ঝড়ের সঙ্গে জুঝছিল, প্রেমের প্রবাহে
সেই সন্ধ্যা রাত্রিকে নামিয়েছিল নির্জন শিহরণ
বিদায়ের ক্ষণ পিছু ডেকেছিল অপূর্ণ কথন আমার তোমার আঙ্গুল আমার চুলে বিলি কাটে শেষবার।

দূর থেকে দেখেছিলাম দুটি চোখ ঝিকিমিকি
এখনো স্পষ্ট তোমার চোখ দেখি, তারা দেখার ফাঁকে
তুমি জানো কি? ক্লান্তির পথে আমি সে রাতকে নামাই
তালে তালে সময়-বৃত্তে ঘুরপাক খাই, ছন্নছাড়া সুখে
কুয়াশারা আসে, ঝড় ওঠে, আমি মুখ গুঁজি কলঙ্কিত চাঁদের বুকে।

Exit mobile version