মায়ের পূজা
-অমরেশ কুমার
এলোরে এলো ঘরে
মা দুর্গার পূজা
জ্বালাইয়ে আগুন ফাটায়ে বাজি
করিব মজা ;
ধুপধুনার গন্ধে
ঢুলির ঢাকের ছন্দে
উঠিয়াছে হৃদয় আনন্দে মতিয়া
রন্ধে রন্ধে ।
হিন্দু, মুসলিম, খ্রিস্টান
আর যত জাতি
সবে মোরা একই সাথে
মায়ের আনন্দে মাতি;
ষষ্ঠী থেকে নবমী
রহে মা বাপের বাড়ী
সুখেতে দিন কাটে
চড়ায় না ভাতের হাঁড়ি
দশমীতে বিদায় কালে
কাঁদে মা চোখের জলে,
মা, যায় সবই ছেড়ে
সঙ্গে আনন্দ কেড়ে
মায়ের জন্য ব্যাকুল এ হৃদয়
আগামী বছরের অপেক্ষায় রয়
চোখে ভেসে ওঠে অশ্রুকণা
করিলে মায়ের কল্পনা
নাহি কারো মুখে কোনো কথা
সবারই মনে শুধু ব্যাকুলতা।
সবারি মাথায় মায়ের ছায়া
ঘিরিয়া রহিয়াছে মায়ের মায়া,
সবারি মনে একটাই আশা —
মা, রোহিয়াছেন অন্তরে লুকায়ে
তুলিবেন মা, অন্তরের শক্তি জাগাইয়ে।