তুমি আমার পূজার ফুল
-পলি ঘোষ
আকাশে বাতাসে ভাসছে কেবল সুরের প্রতিধ্বনি।
আমার ভাবনাগুলো মিশছে কেবল মেঘমালার দেশে।
তাই চলতে পথে দেখছি দুচোখ ভরে ধূসর সাদা পেঁজা তুলোর ভেলা।
ভাবছি তাই আপন মনে যেতে ছুটছে তারা কিসের অভিযানে ।
আমি আমার পথে পাই না ভেবে এত স্রোতের টানে
খুশির জোয়ার উথলে কেনো উঠে আপন বেগে।
তাই তো আমি চলতে পথে শুনি আগমনীর প্রতিধ্বনি।
চলতে পথে ঘাসের উপর দেখি দুলছে কাশফুলের ই গাছ।
ঘাসের উপর পা ফেলতে দেখি শিশির ভেজা শিউলি যত ডাকছে আমায় হাতছানি দিয়ে।
শিউলি যেন বলছে আমায় আঁধার কেটে ফুটছে দেখ আলো ।
সকাল নয়ন মেলে দেখি গাছের ডালে নীলকণ্ঠ পাখি এসে বলছে
গানের সুরে পুজোর ঢাক বাজবে এবার কানে কানে।