Site icon আলাপী মন

বোড়ে

বোড়ে
-অযান্ত্রিক

 

বোড়েই জানে ,জিতলেও মরতে হবে, ঘোড়ার কিন্তু চেনা আড়াই ঘর,
পাশাপাশি অনেক মুখোশের ভিড় ,মুখগুলো সব নেহাতই স্বার্থপর।
জীবন চৌকো, আট ঘরেতে লড়াই, রাজার হদিশ পাওয়াটাই কৌশল,
কোনাকুনি গজ, সামলে দৃষ্টি এড়াই , মোটা চামড়াই বাঁচার সম্বল।

 

খোপগুলো সব, হয় সাদা নয় কালো, ঘরবন্দী নিছক অজুহাতে,
সাদা ভালোবাসা ,লড়াই চালিয়ে যায়, কালো দুঃখের চৌখোপ্পির সাথে।
যেভাবে তুমি বাঁচতে চাইলে সোজা, নৌকা কিন্তু পাশাপাশিও চোখ রাখে,
অঙ্ক কোশে ,তবেই যাবে বোঝা, ভাঙলেও সিঁড়ি পারদ চড়তে থাকে।

 

আজকে পেরোলে লাভের গন্ডীগুলো, লোকসান গোনা বাকি রয়েছে কাল,
দাম পেলে, যে টানটান ত্বক দিয়ে, কাল মুদিখানায় বিকোবে সেই ছাল।
রাজাই জিতবে, রাজারাই জেতে, শুধু তুমি আর আমি দিয়ে যাবো গুনাগার,
যেভাবেই দেখো ,আট খাপেবন্দী আমি তুমি , প্রতীকী বোড়ে কালের পাহারাদার।

 

সাদাকে কাটলে কালো, সোজাসুজি বা আড়াই চালের মাপে,
জীবনের কড়ি জমে না জীব্য দশায়, শুধুই খরচ বাঁচার অভিশাপে।
প্রাপ্তির চেয়ে প্রার্থী অনেক বেশী, তোমার থেকে তোমার দরজা বড়,
প্রবেশ নিষেধ বুকের বাম পাশে,খোপে মৃত্যু, তবুও তো ঘর করো।

 

সবাই জানে থামে না দাবা , খেলা শেষ হলে আবার নতুন শুরু হবে,
রাজারা শুধু একই থেকে যায়, লড়াই চলবে বোড়ে গুলো বদলাবে।
হয়তো সময় সাদা কালোতেই বন্দী,বিষাদ আর খুশি দাবার চেনা খোপ,
যে ছিল রাজা গতকালের জেতা দানে, আজকের দানে সেই হবে সদগোপ।

Exit mobile version