Site icon আলাপী মন

মানুষ

মানুষ
-সঙ্কর্ষণ

 

 

তো, অঘোরবাবু একটি গাধা পুষিয়াছেন,
দেখাদেখি অশেষবাবুও…
দুই গাধা একই মাঠে চরে… থুড়ি ইস্কুলে পড়ে।
মোটা মোটা বোঝা নিয়ে রোজ রোজ… হেঁ হেঁ।

 

অঘোরবাবু জানেন গাধা পিটিয়ে ঘোড়া হয়,
অশেষবাবুর গাধা আদরে গোবরে থাকে।
“বাঁদর হবে হুঁহ্।রেস… সামনে লম্বা রেস, ভাগো।”
লাল চোখ, ধমকানি, পিটানি… বাবা রে।

 

দিন পাল্টায়, মাস যায়… বছর, যুগ ইত্যাদি।
রেসের মাঠ, জোরসে চাবুক,
ছুটছে অঘোরবাবুর ঘোড়া…”আগে বাঢ়ো, অউর আগে।”
অশেষবাবুর ঘোড়া ট্র্যাকের শেষ দেখতেই পায়নি।

 

বছর দশেক পর…

অঘোরবাবুর ঘোড়া এক দৌড়ে সিধা লণ্ডন,
দাপিয়ে বেড়াচ্ছে… বিশাল ইঞ্জিনিয়ার, কিন্তু…
কিন্তু ঠুলি পরা ঘোড়া পেছনে ফেরেনা… হেঁ হেঁ।
অশেষবাবুর ঘোড়াটা আর দৌড়ে পারেনি
তাই শেষে পিঁজরাপোল… মানে বাড়িই আর কী।

সাফল্যের ঘোর এখনো কাটেনি অঘোরবাবুর।
অশেষবাবুরও দুঃখের শেষ নেই।

গাধা…

Exit mobile version