জল-শব্দ
-অমল দাস
তখন ভাবনার উন্মুক্ত ময়দানে পক্ষ বিপক্ষের লড়াই চলে
শাণিত শব্দ তলোয়ারের কাটাছেঁড়ায় বিদ্ধ হই
মননের সূক্ষ্ম কোষগুলিতে পাহাড় প্রমাণ চাপ
কঠিন প্রচেষ্টা অথচ শান্ত ধীরে যখন উঠতে থাকি
ঠিক সেই মুহুর্তে নড়বড়ে বাঁশের চালার মত-
হুড়মুড়িয়ে ভেঙে পড়ি।
ছড়িয়ে যাই মার্বেলেরগুলির মতন।
যেমন ছড়িয়ে দিতাম মাটির উপর চৌকো কাটা ঘরে
সেই শৈশবের দূর থেকে লক্ষ্য ভেদের ‘উড়িস’ খেলা।
আমি চেয়ে দেখি বৈশাখী শিলার মত এদিকে ওদিকে-
লাফিয়ে গিয়ে লুটোপুটি খায় শ্বেত শব্দগুলো।
কুড়িয়ে এনে যখন একটি পাত্রে রাখি!
আমার সাজানো শব্দগুলি জল হয়ে রয়ে যায়।
তারপর শীতলতা ছেড়ে উষ্ণ, তারপর বাষ্প
তারপর ………!
আক্ষেপ! তোমার নরম চিকণ ঠোঁটের পাতায়
একটি গভীর চুম্বন লেখা হলো না!