বর্তমান
-বুদ্ধেশ্বর মোদক
প্রযুক্তিরই দিনকাল আজ
বইখাতা সব ঘরের কোনে…
সাহিত্যের ও হচ্ছে চর্চা,
ইন্টারনেটে স্মার্টফোনে।
কম্পিউটার ও ল্যাপটপেতে
বন্দি আজ সকল নথি…
যন্ত্রের দ্বারা হচ্ছে কাজ,
নিখুঁত ও দ্রুতগতি।
কিশোর-যুবক যাচ্ছে ভুলে
খেলার মাঠের সবুজ ঘাস…
স্মার্টফোনেতেই খেলছে খেলা,
COC- তেই খাচ্ছে ক্রাশ।
ফেসবুক আর হোয়াটস্অ্যাপে
শেয়ার-কমেন্ট কতশত…
দেবদেবীও হচ্ছে শেয়ার,
প্রযুক্তিতেই অবিরত।
শরীরগুলো সব হচ্ছে অচল
কেনাকাটা সব স্মার্টফোনে…
হয়না দেখা সবুজ বাহার,
ব্যস্ত সবাই ঘরের কোনে।
দ্রুততার এই ভিন্ন নেশায়
বন্দি যখন স্মার্টফোনে…
মাকড়সাটাও জাল বুনবে,
শরীরের বিভিন্ন খানে।