রূপশিখা
রূপশিখা
-সুখেন চন্দ্র বাড়ই
ওগো রূপ মাধুরী, কোথায় ছিলে তুৃমি
আগে কেন দর্শন মেলেনি,
শরতের আগমনে কোথা হতে এলে
কোথায় আবার লুকিয়ে গেলে।
শরতের মেঘে ঢাকা সবুজের কাশবনে
নাকি নীলাকাশের ধ্রুব তারার দেশে,
নাকি মহুয়ার ফুল বাগানে_
খুঁজেছে তোমায় কত গুণীজনে
সাহিত্যিক, কবি- চিত্রশিল্পী আরও কত কে
তারা হারিয়েছে দিশা, তাদের উন্মাদ করছে তোমার রূপের নেশা
কোথায় কোথায়…ওগো আমার রূপ শিখা।
ওগো রূপশিখা, আজ ভুবন জুড়ে আঁকা তোমার রূপের মহিমা_
কেউ কলমে কেউবা তুলিতে, কেউবা নরম মৃত্তিকার পরশে,
এঁকেছে তোমায়, বেঁধেছে মনের গহনে,
তোমার পথচলা গুটিপায়ে ঘাসেরা- ফুলেরা প্রাণ খুঁজে পায়।
তোমার নরম করস্পর্শে, ভিজে যায় ভুবন শ্রাবণবর্ষণে,
তৃষ্ণার্ত ধরিত্রী আজ করিল তার স্বাদ আস্বাদন
মিটাইলো বেদনা,
জুড়াইলো তার প্রাণ সাজিয়া উঠিল ধরিত্রী নিজ সাজে, সবুজের মাঝে
তোমার প্রশ্বাসে শিউলী মাখা ভোর
খুলে দেয় নবীন- প্রবীণ, সকল মনের দোর
হেরিয়া তোমার ওই নীল হরিণীর নেত্র পলক
থমকে দাঁড়ায় কালবৈশাখীর বিদ্যুতের ঝলক।
তোমার নীল হরিণীর নয়নমনি,
যা হার মানায় শ্রীকৃষ্ণের হৃদমাঝারের হীরকখনি।
ওগো রূপশিখা, এতোদিন পাইনি কেন তোমার দেখা
দেখে তোমার চাঁদবদনের হাসি, শ্রীকৃষ্ণ মুগ্ধ প্রাণে আজও বাজায় তাহার বাঁশি।
যাহার লাগি মাতিলো মথুরা- বৃন্দাবন
মাতিল রাসভূমির ওই নিধুবন।
তোমার কেশের নরম ছোঁয়া, যেন শ্বেত ময়ুরীর পাখা
শ্রীকৃষ্ণের প্রাণখানা আজও তোমার প্রেমে মাখা।
তোমার ওই লাল-গোলাপী ঠোঁটের পরশে
কৃষ্ণচূড়ার ফুলগুলি আজ পরছে খসে খসে প্রেম সওদাগর ওই শ্রীকৃষ্ণের চরণে,
ওগো রূপশিখা এতদিন পাইনি কেন তোমার দেখা।
ওগো রুপশিখা, ঘামে ভেজা তোমার ওই শরীরের গন্ধটা,যেন মহুয়া ফুলের সুবাস মনে হয়_
যাহার কারণে ভ্রমরকৃষ্ণ পাগল হয়ে যায়।
সরোবরের ওই ঢেউ উঠেছে মেতে,
তোমার ওই মনোমুগ্ধ হৃদস্পন্দন পেতে।
চাঁদের আলো, সূর্যশিখা তুমি তারই অঙ্গ
তোমার প্রেমে পাগল হয়ে আজ হলাম ধ্যানভঙ্গ।
ওগো রূপশিখা , আজও দাও না কেন দেখা
তোমা বিনে আজ হয়ে পরেছি আমি বড্ড একা।
ওগো রুপশিখা…
ওগো রুপশিখা…
ওগো রুপশিখা…!


4 Comments
Anonymous
Superhit poem
Faruk ali
Nice dada
Faruk ali
Khub valo hoyechhe
Anonymous
দারুণ লেখা কবি৷ আশা করি আপনার রূপশিখার সাথে খুব শীঘ্রই দেখা হবে