আজও পঞ্চমী
– রাখী সরদার
সেই যে যেবার
পঞ্চমীতে লাল শাড়িটি পরেছিলে
কোঁকড়ানো চুলে নেমে এসেছিলো উসখুসে মেঘ
ভুরুতে লুকিয়ে ছিল তৃতীয়ার সন্ধ্যা
আমার মধ্যে আশ্চর্য ব্যাপার ঘটে চলেছিল।
আজ আবার পঞ্চমী
কেমোথেরাপিতে পুঁছে পুঁছে গেছে মেঘচুল
দুই ভ্রুর নাচন গেছে থেমে
তবুও তো কাশফুলে ঢলে পড়ে চাঁদ
বর্ণালী ভালোলাগা
ধবধবে লাল শাড়িতে চিকমিক করছে
তোমার ত্বক ।
ছায়াপথে ঢেউ ওঠে
চারদিক চন্দন কাঠের গন্ধ
গলায় শব্দ আটকে
কখন যে আঙুল গলে উড়ে গেছো…
আজও পঞ্চমী ,বিপন্ন প্রেমিকের মহা পঞ্চমী…