Site icon আলাপী মন

বিবর্তন

বিবর্তন
-রমলা মুখার্জী

 

 

আরো কত অপেক্ষা
আরো কত পথ……..
বিবর্তনের রেখায় হেঁটে
জয়সূর্যের রথ।
গতিশীল বর্তনে
কোথায় সে মানুষ?
মুখোশধারী দ্বিপদ দানব
কত কথার ফানুস।
আরো কত রক্তে নেয়ে
সাগর থেকে আকাশ
শোধন হয়ে অক্সিজেনে
ভরবে মাটি, বাতাস।
আরো কত অভিব্যক্তির
আরো কত ধাপে
মুক্ত পাপে আসবে জাতক
বিশ্ব জ্বলে তাপে।
অনন্ত ঋণের বোঝা
আগামীতে শোধ
অবক্ষয়ের পাহাড় ঠেলে
উঠোন ভরা রোদ।

Exit mobile version