আবহমান

আবহমান
– শ্ৰী ভট্টাচার্য্য দে

সময় কাটে সময়ের হাত ধরে।
বিষন্ন চাঁদ, কালো আকাশ বুকে,
একলা সাঁতরে বেড়ায় সমস্ত রাত ধরে।
আলোর প্রতিফলনে,
প্রেমাস্পদে মাতোয়ারা করে গোটা জগৎ,
দিনের আলোয় সেই আড়াল!
কলঙ্কিত কালিমাদের
সূর্যালোকে, জনসমক্ষে আসতে নেই যে!
তাই না বলা কথাগুলো শুধু
রূপকথা হয়েই থেকে যায়।

সময় কেটে যায় সময়ের হাত ধরে।
কালপ্যাঁচারা তীক্ষ্ণ দৃষ্টিতে;
তাকিয়ে থাকে শিকারের আশায়।
উজ্জ্বল চাঁদটা আরও বড় হয়ে
আলো ঠিকরে দেয় অতলে।
খাবারের খবরে প্যাঁচাদের তখন মহোৎসব!

সময় কাটতেই থাকে সময়ের সাথে।
অসহায় চন্দ্রিমা কার উপর রেগে,
কিসের প্রতিশোধ নিতে চায় বুঝিনা।
মহাভোজ সেরে ক্ষুধার্তের দল তখন ক্লান্ত।
বিশ্রাম দিতে চায় পরিশ্রমী দেহকে।
সদ্যভোরের আকাশে চাঁদের তখনও থেকে যাওয়ার
বৃথা মরিয়া চেষ্টা।
সূর্যালোকে কলঙ্কিনীর কোন ঠাঁই নেই যে!

সময় কেটেই যায় সময়ের হাত ধরে।

Loading

Leave A Comment